Like us on Facebook

Saturday, September 19, 2015
0 comments

ওয়ার্ডপ্রেস এ কিভাবে সিডিউল পোস্ট করবেন?

5:11 AM

অনেকেই হয়ত জানেন না ওয়ার্ডপ্রেস এ সিডিউল পোস্ট করা যায়। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি ফিচার যা অনেক নতুন ওয়ার্ডপ্রেস ব্লগাররা জানেন না। এই আর্টিকেল এ আমি আপনাদের দেখাব কিভাবে ওয়ার্ডপ্রেস এ সিডিউল পোস্ট করা যায়।

সিডিউল পোস্ট কেন করবেন?

আপনি যখন কোন আর্টিকেল লিখবেন তখন মাথায় অবশ্যই রাখবেন যে, আপনি শুধু বাংলাদেশ এর ভিজিটর পাওয়ার জন্য আর্টিকেলটি লিখছেন না, আপনি লিখছেন বিশ্বের যে কোন প্রান্তের যে কোন পাঠক এর জন্য। আর তাই কখনোই তাদের টাইম জোন এর সঙ্গে আপনার টাইম জোন মিলবে না। তাহলে এটি একটি সমস্যা। আর এই সমস্যার সমাধান রয়েছে ওয়ার্ডপ্রেস এর নিজের কাছেই।
ধরুন আপনি একটি আর্টিকেল পোস্ট করেছেন দুপুর ৩টায়। কিন্তু আপনি যা আশা করেছিলেন সেরকম রেজাল্ট পেলেন না সেই আর্টিকেল থেকে, এতে আপনার মনটাই খারাপ হয়ে যাবে। কিন্তু আপনি যদি ওই আর্টিকেলটাই আপনার ভিজিটর যখন বেশি আসে তখন পোস্ট করতেন, তাহলে প্রচুর ভিজিটর পেতেন। ভিজিটর কখন বেশি আসে টা জানতে হলে গুগোল এনালিটিক্স ব্যবহার করতে হবে। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন সিডিউল পোস্ট কেন করবেন?

কথা না বাড়িয়ে চলুন দেখে আসি ওয়ার্ডপ্রেস এ কিভাবে সিডিউল পোস্ট করবেন-


এই ধাপগুলো অনুসরণ করলেই আপনি ওয়ার্ডপ্রেস এ সিডিউল পোস্ট করতে পারবেন।




0 comments:

Post a Comment

 
Toggle Footer
Top